



সাশ্রয় নিউজ, নিজস্ব সংবাদদাতা★ নতুন দিল্লি : সাশ্রয় নিউজ : চলতি বছরের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষার নির্দিষ্ট দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency (NTA)। পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ইতিমধ্যেই জানানো হয়েছিল। তবে এবার তার আনুষ্ঠানিকতার সঙ্গে প্রকাশিত হল চূড়ান্ত দিন। জানা গেছে, ২৫ জুন থেকে শুরু হয়ে এই জাতীয় স্তরের পরীক্ষা চলবে ২৯ জুন পর্যন্ত। ইতিপূর্বে জানানো হয়েছিল, ২১ জুন থেকে ৩০ জুনের মধ্যে হতে পারে ইউজিসি নেট জুন সেশন। কিন্তু তাতে পরিবর্তন এনে এবার নির্ধারিত হল ২৫ জুন থেকে ২৯ জুন। এনটিএ-র তরফে জানানো হয়েছে, প্রতিদিন দু’টি শিফটে হবে পরীক্ষা। প্রথম শিফট হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই বছরের ইউজিসি নেট হবে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)। দেশজুড়ে নির্ধারিত শহরগুলিতে বাছাইকৃত কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে। মোট ৮৫টি ভিন্ন বিষয়ে অংশ নিতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া ও যাবতীয় তথ্য পাওয়া যাবে পরীক্ষার নির্ধারিত পোর্টাল ugcnet.nta.ac.in-এ।

২৫ জুনের প্রথমার্ধে পরীক্ষার তালিকায় রয়েছে এডুকেশন (Education), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (Public Administration), পরিবেশ বিজ্ঞান (Environmental Science), এবং উর্দু (Urdu)-সহ একাধিক বিষয়। একই দিনে দ্বিতীয়ার্ধে পরীক্ষার্থীরা বসবেন ইলেকট্রনিক সায়েন্স (Electronic Science), আইন (Law), জাপানি (Japanese), নেপালি (Nepali), সংস্কৃত (Sanskrit) ও মানবীবিদ্যা (Humanities)-সহ একাধিক বিষয়ের পরীক্ষায়। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে এনটিএ ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করবে পরীক্ষার দশ দিন আগে। সেখানে জানা যাবে পরীক্ষার কেন্দ্র কোন শহরে পড়ছে। পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত নির্দিষ্ট ঠিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ড (Admit Card) পরীক্ষার দুই থেকে তিন দিন আগে পাওয়া যাবে অনলাইনে।
আরও পড়ুন : Starlink : ভারতে স্টারলিঙ্কের উড়ান শুরু, ইন্টারনেট বিপ্লবের দোরগোড়ায় দেশ
ইউজিসি নেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, যা ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellowship বা JRF)-এর জন্য প্রয়োজনীয়। প্রতি বছর বিপুল সংখ্যক পড়ুয়া এই পরীক্ষায় অংশ নিয়ে থাকেন।পরীক্ষা ঘিরে যাতে কোনও বিভ্রান্তি না হয়, তাই সময়মতো ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছে এনটিএ। যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের সময় মতো ‘সিটি স্লিপ’ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়ার কথা বলা হয়েছে।এনটিএ-র তরফে পরীক্ষার্থীদের উদ্দেশে বিশেষ নির্দেশিকাও দেওয়া হয়েছে, পরীক্ষার দিন সময়ের খানিকটা আগেই কেন্দ্রে পৌঁছনো উচিত। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন অ্যাডমিট কার্ড, একটি বৈধ ফটো আইডি ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি বহন করা বাধ্যতামূলক।
সব মিলিয়ে, চলতি বছরের ইউজিসি নেট জুন সেশন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষার্থীদের জন্য সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, ভবিষ্যতের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গঠনের দিশা হিসেবে ইউজিসি নেট যে কতটা গুরুত্বপূর্ণ, তা ফের একবার প্রমাণ করে দিয়েছে পরীক্ষার ঘন ঘন আপডেট ও প্রতিযোগিতার মাত্রা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shreyas Iyer : কে এডিন রোজ, যে শ্রেয়সের প্রেমে পাগল! নেটদুনিয়ায় তুমুল চর্চা
