



মিলন দত্ত ★ সাশ্রয় নিউজ : মুম্বইয়ের ঝলমলে দুনিয়ায় এক সময়ের সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna) ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) বড় মেয়ে টুইঙ্কল খান্না (Twinkle Khanna) বরাবরই তাঁর স্বতন্ত্র স্টাইল, বুদ্ধিদীপ্ত রসবোধ ও স্পষ্টভাষিতার জন্য পরিচিত। বলিউডে তাঁর অভিনয় যাত্রা সংক্ষিপ্ত। বর্তমানে টুইঙ্কল সফল লেখিকা, কলামিস্ট ও প্রযোজক। তবে সাম্প্রতিক এক পুরনো মন্তব্য আবার উঠে এসেছে আলোচনায়। সেখানে টুইঙ্কল নিজের জন্মপরিচয় নিয়ে এমন কথা বলেছিলেন, যা শুনে চমকে গিয়েছে অনুরাগীরা!
টুইঙ্কলের পরিবারকে বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবার হিসেবে দেখা হয়। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার জুটি যেমন এক সময় রঙিন পর্দায় জনপ্রিয় ছিল, তেমনই তাঁদের সন্তানরাও বলিউডে প্রবেশ করেন। টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না (Rinke Khanna)। যদিও দু’জনের কেরিয়ার বেশি দূর এগোয়নি। টুইঙ্কল ভিন্ন মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ঠিক সেই টুইঙ্কলই একবার মজার ছলে বলেছিলেন, “আমার আর আমার বোনের মাঝে এক বছরের ফারাক। ও বরাবরই রোগা ছিল, আর আমি উল্টো। তাই আমাদের সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো, কিংবা লরেল আর হার্ডির মতো।” এই কথার প্রসঙ্গে টুইঙ্কল একটি রসিক ঘটনার কথা জানান, যা চমকে দেয় সবাইকে। তাঁর কথায়, “আমার বোনের বয়ফ্রেন্ড যখন প্রথমবার আমাদের বাড়ি আসে, আমি ওকে বলি, আমাদের মা এক হলেও বাবা আলাদা। আমার বাবা বিনোদ খান্না (Vinod Khanna), ওর বাবা রাজেশ খান্না। এই কারণে আমি লম্বা আর ও ছোটখাটো।” ঘটনাটি নিছক ঠাট্টা হলেও, তৎকালীন সময়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল এই মন্তব্য ঘিরে। অনেকেই প্রশ্ন তোলেন, এ কি নিছকই রসিকতা, নাকি রয়েছে কোনও গোপন সত্য? সূত্রের খবর, সেইসময় টুইঙ্কলের এই রসিকতা রিঙ্কি খান্না নাকি একেবারেই সহজভাবে নেননি। তিনি রেগে যান দিদির এই মন্তব্যে। পরিবারের মধ্যেও সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল বলে জানা যায়। তবে যারা টুইঙ্কলকে কাছ থেকে চেনেন, তাঁদের কাছে এটা অস্বাভাবিক নয়। কারণ, নিজের কলামে, সাক্ষাৎকারে কিংবা প্রকাশ্যে সব সময়েই তিনি রসিকতা আর বাস্তবতার মিশেলেই কথা বলেন। একারণেই তাঁর ছদ্মনাম ‘মিসেস ফানিবোন্স’ (Mrs. Funnybones)। আর এই মজাদার নামেই তিনি লেখক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এবং তিনি একাধিক বেস্টসেলার বই লিখেছেন। বইগুলিতে মিশে থাকে সমাজ পর্যবেক্ষণ, নারী জীবন, ও টুইঙ্কলের নিজস্ব হাস্যরস। ‘কফি উইথ করণ’ (Koffee with Karan)-এ হাজির হয়ে একাধিকবার তিনি প্রমাণ করেছেন তাঁর মজার জবাব দেওয়ার অসামান্য দক্ষতা। সেখানেই একবার তাঁর স্বামী অক্ষয় কুমার (Akshay Kumar) মন্তব্য করেছিলেন, “ও আমার জীবনে একমাত্র মানুষ, যার সঙ্গে তর্কে নামলে আমি হার মানি। ওর হাস্যরসের সামনে কেউ টিকতে পারে না।”
টুইঙ্কল নিজেও অকপটে স্বীকার করেছেন, “আমি কোনওদিনই ভাল অভিনেত্রী ছিলাম না। কিন্তু বই লেখা, ভাবনা প্রকাশ এই দিকেই আমার বেশি আনন্দ।” আর সত্যিই, অভিনয় দুনিয়ায় তাঁর উপস্থিতি খুব দীর্ঘও হয়নি। তবে লেখালেখির মাধ্যমে যেভাবে নিজের জায়গা করে নিয়েছেন, তা আজকের দিনে অনেক অভিনেতার কাছেই ঈর্ষার বিষয়।অন্যদিকে, টুইঙ্কলের এই ‘বাবা’ সংক্রান্ত মন্তব্য হয়ত নিছকই এক মজার গল্প, কিন্তু তা বলিউডের গসিপপ্রিয় দুনিয়ায় এখনও আলোচনার খোরাক। আর টুইঙ্কলও জানেন, কীভাবে মানুষের মনোরঞ্জন করতে হয় হাস্যরস, বুদ্ধিমত্তা ও নিজের স্বকীয়তা দিয়েই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dipika Kakkar | দীপিকার বাড়িতে মহাভোজ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে কোন অনুষ্ঠানের আয়োজন করলেন অভিনেত্রী?
