Sasraya News

Saturday, February 15, 2025

Trishaa Kumar Dies : তিশার মৃত্যুতে শোকে পাথর পরিবার

Listen

সাশ্রয় নিউজে ডেস্ক ★ মুম্বাই : জার্মানিতে মৃত্যু হয়েছে তিশার (Tishaa Kumar)। ১৮ জুলাই তিনি তাঁর অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর ক্যান্সার ধরা পড়তেই পুরো পরিবার জার্মানি ছুটে যান। তবে শেষ রক্ষা হয়নি। প্রা*ণঘা*তী রোগের কাছে হার মানেন টি সিরিজের (T Series) কর্ণধার ভূষণ কুমারের (Bhushan Kumar) ভাইঝি তিশা কুমার (Tishaa Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২০ বছর। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বাইয়ে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিনোদন দুনিয়ায় বহু মানুষ ও পরিজন। তাঁরা শোকে পাথর পরিবারটির পাশে দাঁড়ান। 

আরও পড়ুন :Durga Puja 2024 : এবছর দেবী দুর্গার আগমন ও গমন তিথি কবে পড়েছে জানেন?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment