



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্য সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এর আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন কুণাল।
বুধবার তৃণমূল ভবন থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয় যে, কুণাল ঘোষ-কে রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে। ওই বিবৃতিতে আরও উল্লেখ যে, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন, যা দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে, উনি নিজের মতামত ব্যক্ত করেছেন, তার সঙ্গে দলের কোনও সংযোগ নেই। তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে, তা-ই দলের আনুষ্ঠানিক অবস্থান’।
ওই বিবৃতিতে আরও উল্লেখ, ‘এর আগে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় কুণালকে। এবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ওঁর মতামতকে দলের সঙ্গে জুড়বেন না, তাতে আইনি পদক্ষেপ করা হবে’। উল্লেখ্য, সদ্য তৃণমূল ত্যাগ করে তাপস রায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। তাঁর সঙ্গে একই মঞ্চে একে অপরের প্রশংসা করেন কুণাল ও তাপস। অন্যদিকে, রাজ্য সম্পাদক থাকা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে অংশ নেননি কুণাল৷ এছাড়াও দেব ও মিঠুন চক্রবর্তী সম্পর্কে বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয় তৃণমূল কংগ্রেস। তারপরই আজ তৃণমূল ভবন থেকে বিবৃতিতে প্রকাশ করে কুণালকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Maidan Movie : চেনা ছক ভেঙে জ্বলে উঠল ময়দান
