



প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালিম্পং। প্রকৃতি পর্যটনের টানে পর্যটকরা ছুটে যান অপার টান নিয়ে। তেমনি একটি পর্যটনের একটুকরো তুলে ধরেছেন : পাপড়ি ভট্টাচার্য
কালিম্পংঙে তিনটে দিন
একটি পাহাড়ি সুন্দর শহরে প্রবেশের এত নির্মল আনন্দ কখনো পাইনি হোমস্টের সামনে গাড়ি থামা মাত্র আহ্বান জানালেন গৃহ কর্ত্রী – পিতলের থালা থেকে ভাঁজ করা সাদা উত্তরীয় পরিয়ে দিলেন। যেন পাহাড়ের মাথায় থাকা একখণ্ড স্বেতশুভ্র মেঘ। আমার গলায় জড়াল। আমার অসুস্থ সারা শরীরের কোষে এক অনন্য অনুভূতি শিহরণ জাগাল।বারান্দায় বসে হালকা শীতের আমেজে এক কাপ ধুমায়িত চায়ের স্বাদ। আর গুচ্ছ গুচ্ছ ফুটে থাকা পাহাড়ি রঙিন ফুল ও চায়ের সুবাসে জড়িয়ে গেল। দূরে ছোট ছোট গাঁও আর তিস্তার কলকল লাভা লোলেগাঁওয়ের অপূর্ব সৌন্দর্য, এক নিমেষে ঝড়ের তাণ্ডবে তিস্তা নদীর গর্জনে ভয়ঙ্কর রূপ ধরল। তবু পাহাড়ি মানুষগুলো প্রস্তুতি নেয় আবার হাসিমুখে…
ছবি : সংগৃহীত
