Sasraya News

Wednesday, April 23, 2025

TMC Rally : বিজেপি ত্যাগ করে তৃণমূলে বিজেপির মুকুটমণি অধিকারী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুকুটমণি অধিকারী। তিনি রাণাঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। মিছিলের (TMC Rally) ভেতরেই বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন। তার পরেই তিনি বলেন, ‘যে নীতি আদর্শের সঙ্গে মানুষ যুদ্ধ করছে বঙ্গ বিজেপি তা থেকে ভ্রষ্ট।’ মুকুটমণি অধিকারী আরও বলেন, ‘আমি চাই গণ্ডগোল, অশান্তির অবসান হোক। নদীয়ার মানুষের উন্নতির জন্য কাজ করি আমরা।’ মিছিলের শীর্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা। -সংগৃহীত চিত্র 

আরও খবর : Mamata Banerjee : ‘আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে পড়েছে ‘ : মমতা বন্দ্যোপাধ্যায়

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment