Sasraya News

Tmc Murshidabad : তৃণমূলে রদবদল

Listen

তৃণমূলে রদবদল

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে রদবদল। এতদিন তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায় বহরমপুর সাংগঠনিক জেলার সভানেত্রী পদে ছিলেন। এবার সেই পদ থেকে সরিয়ে শাওনী সিংহ রায়কে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক করা হয় বলে উল্লেখ। অন্যদিকে বহরমপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পান অপূর্ব সরকার।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read