Tmc MLA Saokat Molla : শওকত মোল্লাকে খুনের হুমকি

SHARE:

শওকত মোল্লাকে খুনের হুমকি

সাশ্রয় নিউজ ★ বারুইপুর : তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লাকে (Tmc MLA Saokat Molla) ফোন করে খুনের হুমকি। সাংবাদিক সম্মেলন করে ভাঙড় পূর্ব-এর (Bhagar North) বিধায়ক বলেন, “আজ ঠিক দশটা নাগাদ যখন আমি ভাঙড়ে আসছিলাম তখন ফোন আসে। কদর্য ভাষায় গালিগালাজ করে বলা হয় হয় ক্যানিং নয়ত ভাঙড়ে তোকে খুন করব। তুই তৈরি থাকিস। আমি বারুইপুর পুলিশ সুপারকে বলেছি।” তৃণমূল বিধায়ক সাংবাদিক সম্মেলনে জানান, একবার কেন একশোবার তাঁকে মারলে কিছু যায় আসেনা। তিনি শহীদ হতে ভয় পান না। শওকত মোল্লা দাবী করেন, বিরোধী দলে থেকেই তাঁকে হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার জয় নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে (Jaynagar Murder) দুষ্কৃতিরা খুন করে। গণপ্রহারে মৃত্যু হয় একজন দুষ্কৃতির। ভাঙড় পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা ওই খুন সম্পর্কে দাবী করেছিলেন, সিপিআই(এম) ও বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা জড়িত খুনের ঘটনার সঙ্গে বলে উল্লেখ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন