



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস (TMC) -এর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মসূচী ঘোষণা করেন। ছাত্র পরিষদ-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তৃণমূল চেয়ারপার্সনের ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন করার জন্য জেলাগুলিকে চিঠি রাজ্য তৃণমূল। ২৯ তারিখ একটি চিঠিতে রাজ্যের সমস্ত জেলার জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠন প্রধানদের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ।
‘আরজি করে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে, সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে, ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ ৩০ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর কর্মসূচী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ আগষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই কর্মসূচী পালনের নির্দেশ জারি করে।
কী কী কর্মসূচী থাকছে? ওই চিঠিতে উল্লেখ, ‘৩০ আগস্ট শুক্রবার : কলেজ কলেজে ছাত্রদের জমায়েত আন্দোলন। ৩১ আগস্ট শনিবার : দুপুর দুটো থেকে ছয়টা পর্যন্ত প্রত্যেক ব্লকে জমায়েত মিছিল এবং অবস্থান কর্মসূচী। এবং ১ লা সেপ্টেম্বর রবিবার : মহিলা তৃণমূল কংগ্রেস প্রত্যেক ব্লকে মিছিল এবং ধর্ণা অবস্থান।’
পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস-এর রাজ্য পক্ষ থেকে ওই চিঠিতে জেলার প্রতিটি অঞ্চল, ব্লল ও জেলায় জেলায় কর্মসূচী বাস্তবায়ন করার নির্দেশ বলে উল্লেখ।
আরও খবর : Malda : রাজ্য সরকারের অনুদান ফেরাল মালদার নাট্যদল
