Sasraya News

TMC : অন্য দল থেকে আসা কর্মীদের ওপর দুর্নীতির দায় চাপালেন তৃণমূল নেতা

Listen

অন্য দল থেকে আসা কর্মীদের ওপর দুর্নীতির দায় চাপালেন তৃণমূল নেতা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দুর্নীতিতে জর্জরিত তৃণমূল কংগ্রেস, এমনই মনে করেন রাজ্যের বিরোধী দলগুলি। তাঁদের আরও বক্তব্য, দলটির একাধিক নেতা এমনকী দলের একদা শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে জেলে। এহেন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে রাজনৈতিক সমালোচকরা সমালোচনা শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের বরানগরের বিধায়ক তথা তৃণমূল নেতা তাপস রায় অবশ্য দুর্নীতির দায় অন্যদল থেকে আসা কর্মীদের ওপর চাপালেন। তাঁর কথায়, “যাঁরা সবসময় সরকারি দলের সঙ্গে থাকতে চায়, তাঁরা দলে ঢুকে তাঁদের কাজ করেছে। এই জায়গাটা আটকাতে পারলে আজ দলের এই অবস্থা হত না।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read