Sasraya News

Tiljola : তিলজলা-কাণ্ডের তদন্তে জাতীয় শিশু অধিকার সুরক্কা কমিশন, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ 

Listen

Tiljola : তিলজলা-কাণ্ডের তদন্তে জাতীয় শিশু অধিকার সুরক্কা কমিশন, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ 

সাশ্রয় নিউজে ★ কলকাতা : তিলজলায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় এলাকার মানুষের মনে এখনও তীব্র বিদ্বেষ পুলিশের বিরুদ্ধে। তিলজলা থানার আধিকারিকের সঙ্গে দেখা করতে যান ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন-এর চেয়ার পার্সন। থানায় গিয়ে হেনস্থার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর। তিনি ওসির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন সংবাদ মাধ্যমে। তিলজলা শিশু ধর্ষণ কাণ্ডের তদন্তে এসে এমন ঘটনার সম্মুখীন জাতীয় শিশু সুরক্ষা কমিশন! ঘটনার তীব্র নিন্দা শিক্ষিত মহলের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read