



উত্তপ্ত তিলজলা, বন্ধ যানচলাচল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এক শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে উত্তপ্ত তিলজলা। গতকাল একটি ফ্ল্যাট থেকে বস্তাবন্দি একজন শিশুকন্যার দেহ উদ্ধার হয়। তারপরই এলাকায় বাসিন্দা গতকাল রাতে তিলজলা থানায় বিক্ষোভ দেখান। আজ এলাকাবাসীরা ও পরিবারের লোকজন বণ্ডেল রোড অবরোধ করেন। আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখায় ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কলকাতা পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা ঘটনায় পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটান। বিক্ষোভকারী এলাকাবাসীদের ওপর লাঠি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে বিক্ষোভকারীরা বাইকে আগুন লাগান ও ভাঙচুর করেন পুলিশের গাড়ি, এমনই অভিযোগ পুলিশের। তিলজলা কাণ্ডে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে উল্লেখ। ধৃতের নাম অলোক কুমার। অলোক শিশুকন্যাকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। আজই তাঁকে পুলিশ আদালতে পেশ করেন। পরিবারের লোকজন ও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন, পুলিশ নিষ্ক্রিয়।
