



পিনাকী চৌধুরী ★ কলকাতা : আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের স্বপ্ন ছিল ফুসফুসের রোগের বিশেষজ্ঞ হওয়া। কিন্তু তাঁর সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। অগাষ্টের সেই ভয়াবহ রাতে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। সেই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে।
তিলোত্তমা বা অভয়া কাণ্ডের পর থেকেই বস্তুতঃ তারপর প্রতিবাদের সুনামি উঠেছে! কাতারে কাতারে অসংখ্য প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করছেন, থুড়ি ভুল বললাম! অসংখ্য প্রতিবাদী মানুষ শিড়দাঁড়া সোজা রেখে পথ হাঁটছেন। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা অভিনেত্রী সহ অসংখ্য সাধারণ মানুষ আজ নির্যাতিতার প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন। কলকাতা থেকে বিটি রোড ধরে খানিকটা এগোলেই চোখে পড়বে এই’ তিলোত্তমা মোড়’ (Tilattama More) চিহ্নিত ব্যানারটি। তার থেকে কিছুটা দূরে অবস্থিত নির্যাতিতার বসত বাড়ি। তবে কে বা কারা এই ব্যানার লাগিয়েছে, তা জানা যায়নি। কিন্তু গুগল মানচিত্রে ‘তিলোত্তমা মোড়’ লিখে সার্চ করলেই ভেসে উঠছে এই স্থানটি এবং এটি ‘ঐতিহাসিক ল্যান্ডমার্ক’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। সাধারণত পুরসভার মানচিত্র অনুসারে বিভিন্ন ধরণেরর জায়গা গুগল মানচিত্রে স্থান পায়। তবে যদিও এটি গুগল মানচিত্রে অস্থায়ী, অদূর ভবিষ্যতে পরিবর্তন করা হতে পারে।
ছবি : সংগৃহীত
