Sasraya News

Thursday, June 19, 2025

Thanthania Kalibari : ঠনঠনিয়া কালিবাড়িতে দর্শনার্থীদের ভিড় 

Listen

ঠনঠনিয়া কালিবাড়িতে দর্শনার্থীদের ভিড় 

সাশ্রয় নিউজ ★কলকাতা : লোকমুখে শোনা যায়, ঠনঠনিয়া কালিবাড়ির পুজোয় অনেকবার এসেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব।

উল্লেখ্য, বঙ্গের অন্যান্য কালীপুজোর মধ্যে অন্যতম ঐতিহ্যশালী পুজো ঠনঠনিয়া কালিবাড়ির পুজো। প্রাকৃতিক দূর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে ভক্তরা ইতোমধ্যেই ভিড় জমিয়েছিলেন ঠনঠনিয়া কালিবাড়িতে।

একদিকে আলোর উৎসব অন্যদিকে প্রাকৃতিক দূর্যোগ। একজন ভক্ত জানান, প্রাকৃতিক দূর্যোগের জন্য অনেক দর্শনার্থীরা এবারের পুজোয় আসতে পারেননি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment