



বল প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : করুণাময়ীতে আন্দোলনকারীদের পুলিশ বল প্রয়োগ করে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানেন না তাঁদের আটক না গ্রেফতার করে নিয়ে গিয়েছে। সূত্রের খবর, একজন আন্দোলনকারী মহিলা ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েছেন একজন মহিলাসহ বেশ কয়েকজন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বলপূর্বক ২০১৪-এর ননইনক্লুডেড টেট উত্তীর্ণদের আন্দোলনকারীদের সরিয়ে দেন। তুলে নিয়ে যান অনেক চাকরিপ্রার্থীকে। তাঁদের আরও অভিযোগ, হাই কোর্টের নির্দেশেই এই ঘটনা। চাকরিপ্রার্থীদের ওপর পুলিশী নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি।
