



২০২২-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০২২ সালে টেট উত্তীর্ণরা পথে নামল। পরবর্তী টেট পরীক্ষার আগে ২০২৩ -এর টেট উত্তীর্ণদের ইন্টারভিউ সহ আরও বেশ কিছু দাবী নিয়ে মিছিল টেট উত্তীর্ণদের। সল্টলেক এপিসি ভবনের সামনে অবস্থান করার দাবী নিয়ে এগিয়ে যেতে গেলে টেট উত্তীর্ণদের পুলিশ আটকে দেয় বলে উল্লেখ।
