Sasraya News

TET : সারা রাজ্যে টেট প্রতিবাদের আগুন, গ্রেফতার মীনাক্ষী ও ধ্রুবজ্যোতি সহ একাধিক 

Listen

সারা রাজ্যে টেট প্রতিবাদের আগুন, গ্রেফতার মীনাক্ষী ও ধ্রুবজ্যোতি সহ একাধিক 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : টেট উত্তীর্ণ প্রার্থীর ওপর পুলিশী নিগৃহের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করলেন। এই প্রতিবাদকে ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। গোটা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। উলটো দিকে খবর পাওয়া যায়, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন একটি পত্রিকার সম্পাদক সম্পাদক হাসিরুল সেখ ও সালার বাম-যুব লোকাল কমিটির সম্পাদক হাসুমত সেখ। 

আজ ২১ তারিখ মধ্যরাত্রে হঠাৎ পুলিশের অভিযান ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওপর। তাঁদেরকে করুণাময়ী থেকে জোর করে তুলে দেয় পুলিশ বলে জানা যায়। তখনই  খোঁজ মিলছিল তিনজন আন্দোলনকারীর। এবং তাঁদের মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছিল না। পরে জানা যায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।

করুণাময়ীতে মধ্যরাত্রে পুলিশী অভিযানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নাগরিকদের  গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে প্রতিবাদ ওঠে বুদ্ধিজীবী মহলে। 

    রাজ্যের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে বিক্ষিপ্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষিত সমাজে।

কলকাতার সল্টলেক করুণাময়ী চত্বরের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের  নিগ্রহের প্রতিবাদে আজ গ্রেফতার হলেন ডি ওয়াই এফ আই-এর সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা। 

    রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদের জেরে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন প্রতিবাদীরা। 

    সমাজের শিক্ষিত ও বুদ্ধিজীবী মহলে বর্তমান রাজ্য সরকারকে নিয়ে চলছে চাপান-উতোর। বামফ্রন্ট যেভাবে এগিয়ে এসেছে ঠিক একইভাবে বিজেপি নেতৃত্ব টেট চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে। এতে বোঝা যায়, কোনও রাজনৈতিক রঙ নয় মানবিকতাই মূলধন। এটাই বোঝাতে হাতে হাত রেখে প্রতিবাদ করছেন কংগ্রেসও।

উল্টোদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের নীরবতা প্রতিবাদের ঝড়কে আরও একধাপ এগিয়ে দিল বলে মনে করছেন বেকার ছাত্র যুবরা। এটাই প্রমাণ করে রাজ্য সরকার যখন পুলিশের তাণ্ডব চলছে ঠিক তখন নতুন টেট প্রার্থীদের পরীক্ষার জন্যে রেজিষ্ট্রেশন পোর্টাল উদ্বোধন করেন। 

    এই থেকেই প্রমাণিত আন্দোলনকারী টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ভূত এবং ভবিষ্যৎ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read