



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সম্পন্ন হল টেট (TET) রবিবার টেট পরীক্ষাকে কেন্দ্র করে রাস্তায় বাড়তি যানবাহন লক্ষ্য করা যায়। তেমনি যানজটে যাতে পরীক্ষার্থীরা আটকে না যান তার জন্য প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি ছিল পথে।
এবছর প্রায় ৩ লক্ষ চাকরি প্রার্থী এই পরীক্ষায় বসেন। তাঁদের ভেতর ২০২২ -এ টেট (TET) উত্তীর্ণদেরও অনেকে পুনরায় টেট দিলেন। রাজ্যে মোট ৭৭৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের গুচ্ছ নিয়মাবলীর ভেতর দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন বলে উল্লেখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২২ -এর টেটের রেজাল্ট (TET) হলেও কোনও নিয়োগ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ২০২২-এর অনেক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। তাঁদের বক্তব্য, ‘এটা একটা আই ওয়াশ ‘। তাঁরা দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী
