



রাতে চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশী নিগ্রহ : আন্দোলনে ডাক বাম, কংগ্রেস ও বিজেপির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১৪৪ ধারা অমান্য করার অভিযোগে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের করুময়ীর আন্দোলন স্থলে পুলিশ পৌঁছয়। বেআইনি জমায়েতের অভিযোগে পুলিশ তারপর আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় বলে খবর।
আন্দোলনকারীরা অভিযোগ করবছেন, টেনে হিঁচড়ে তাঁদের পুলিশ নিয়ে আটক করেছে। মধ্যরাতে যুদ্ধভূমিতে পরিণত হয় সল্টলেক করুণাময়ী চত্বর। আন্দোলনকারীদের আটক করার পর করুণাময়ীর রাস্তা পরিষ্কার করা করা হয়েছে বলে খবর। বিদ্বজ্জনদের বক্তব্য, এভাবে আন্দোলনের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আন্দোলনকারীদের মত, এটা হাস্যকর। রাস্তা মুছে আন্দোলনের চিহ্ন মোছা সহজ না। আন্দোলন এখন প্রতিটি শিক্ষিত বেকার যুবক যুবতীদের মনে গেঁথে গিয়েছে। ওঁরা তাঁদের মন থেকে কীভাবে মুছবেন আন্দোলনের চিহ্ন?
চাকরিপ্রার্থীদের ওপর পুলিশী নিগ্রহের বিরুদ্ধে আজ শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছেন বামেরা। আন্দোলনের ডাক দিয়েছেন কংগ্রেস ও বিজেপিও।
