Sasraya News

TET : প্রাইমারি শূন্যপদ কোন জেলায় কত

Listen

প্রাইমারি শূন্যপদ কোন জেলায় কত

সাশ্রয় নিউজ : ২১ অক্টোবর, ২০২২ বিকেল ৪টে থেকে শুরু হয়েছে প্রথমিক বিদ্যালয়ের চাকরির আবেদন গ্রহণ। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মোট ১১,৭৬৫ টি শূন্যপদে প্রাথমিক নিয়োগের পরীক্ষা হবে। আবেদন পত্রের ফি জেনারেল ২০০ টাকা। ওবিসি ১৫০ টাকা, এসসিএসটি-দের জন্য ১৫০টাকা। আবেদন করতে হবে, ওয়েবসাইটে গিয়ে, নির্দিষ্ট বয়ানে। ওয়েবসাইট : wbbpe.org অথবা  westbengalprimaryeducation.org 

প্রতীকী ছবি

 

উল্লেখিত পর্ষদের ওয়েবসাইটে আবেদনপত্র পাঠানোর সমস্ত নিয়ম উল্লেখ আছে। বিস্তারিত জানানো আছে সর্বমোট আসন সংরক্ষিত আসন সংখ্যা  ও অসংরক্ষিত আসন সংখ্যা। তেমনি কোন জেলার জন্য কতজন শিক্ষক নেওয়া হবে তাও পর্ষদের ওয়েবসাইটে জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য যে, আবেদনকারী ডি.এল.এড, অথবা স্পেশাল ডি.এড অথবা বি.এড পাশ করলে টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 

প্রতীকী ছবি

 

👉এক নজরে দেখা যাক কোন জেলায় কত প্রাথমিক শিক্ষক আসন শূন্য আছে 

পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা  ৯৪, পুরুলিয়ায় মোট আসন সংখ্যা ৮১৪, শিলিগুড়িতে মোট আসন সংখ্যা ২০৫, কলকাতায় মোট আসন সংখ্যা ২৫৮, দক্ষিণ দিনাজপুরে মোট আসন সংখ্যা ২৯১, উত্তর দিনাজপুরে মোট আসন সংখ্যা ৬৬৯, হুগলিতে মোট আসন সংখ্যা ৯৬৭, হাওড়াতে মোট আসন সংখ্যা ১০৬৭, জলপাইগুড়িতে মোট আসন সংখ্যা ৪০৯, আলিপুরদুয়ারে মোট আসন সংখ্যা ২১৯, বাঁকুড়ায় মোট আসন সংখ্যা ২৬৭, বীরভূমে মোট আসন সংখ্যা ৫৪২, কোচবিহারে মোট আসন সংখ্যা ৪৮৫, ঝাড়গ্রামে মোট আসন সংখ্যা ৭৭০, মালদহতে মোট আসন সংখ্যা ৫০৬, মুর্শিদাবাদে মোট আসন সংখ্যা ৭৪৯, উত্তর ২৪ পরগনায় মোট আসন সংখ্যা ৮৬৮, দক্ষিণ ২৪ পরগনায় মোট আসন সংখ্যা ১৪৮৮, পশ্চিম বর্ধমানে মোট আসন সংখ্যা ২০৭, পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা ৮৭০ টি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read