



আজ মধ্যরাতে পুলিশ ছত্রভঙ্গ করল চাকরিপ্রার্থীদের আন্দোলন-বিক্ষোভ
সাশ্রয় নিউজ ★ সল্টলেক : আজ মাঝ রাতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ওপর চড়াও হল পুলিশ। মাত্র মিনিট কুড়ির মধ্যে অবস্থানরত চাকরিপ্রার্থীদের পিজন ভ্যানে তুলে নিল পুলিশ। বিধাননগর কমিশনারেট, ডিসি ঘোষণা করেন, চাকরি প্রার্থীদের জমায়েত আইনি না। বেআইনি।
মাত্র মিনিট কুড়ির অভিযানে ২০১৪-এর টেট উত্তীর্ণদের আন্দোলন তছনছ করে দেন পুলিশ। জানা যায়, পিজন ভ্যানে করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছে আন্দোলনকারীদের। অভিযোগ উঠেছে, “মহিলাদের রাতেই আটক বা গ্রেফতার করা হয়েছে। ভারতীয় আইনে, মহিলাদের আটক বা গ্রেফতার করা যায় না।” বলে ক্ষোভ জানিয়েছিলেন মহিলা চাকরিপ্রার্থীরা।
বামফ্রন্টের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, “এই ঘটনা অনৈতিক। বর্বর।” তিনি শুক্রবার এই ঘটনার প্রতিবাদে আন্দোলন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে।
ঘটনার খবর পেয়েই সল্টলেক করুণাময়ীর ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেত্রী, তথা বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগ ছুঁড়ে দিয়ে বলেছেন, “একটি গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে তোলা যায়? আসলে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন। তাঁর দলের দূর্ণীতি সামনে এসে গিয়েছে। সকাল ১০ টায় আমরা আদালতে যাচ্ছি।”
কলকাতা হাই কোর্ট-এর নির্দেশ মতো বৃহস্পতিবার সন্ধেবেলা থেকেই করুণাময়ী চত্বরে ১৪৪ ধারা বলবৎ করে পুলিশ। এলাকায় মাইকিং করা হয় পুলিশের তরফ থেকে।
