Sasraya News

Wednesday, June 18, 2025

TET : অনশন আন্দোলন অনড় চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্ট পর্ষদের অভিযোগ খারিজ করল 

Listen

অনশন আন্দোলন অনড় চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্ট পর্ষদের অভিযোগ খারিজ করল 

 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা বন্ধ হোক। আমাদের ন্যায্য দাবি-দাওয়া যতদিন না মেনে নিচ্ছে সরকারপক্ষ ততদিন আন্দোলন চলবে।’ অনশন মঞ্চ থেকে দাবি করেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। 

    সল্টলেকে অব্যাহত চাকরীপ্রার্থীদের ধর্না-অনশন-আন্দোলন কর্মসূচি। গত পরশুদিন থেকে তাঁরা ধর্না আন্দোলন আরও জোর-কদমমে বাড়িয়েছেন। শিক্ষিতমহলের একাংশ মনে করছে, আন্দোলনকারীদের চাপের কাছে কোণঠাঁসা পর্ষদ। তাই তাঁদের বিরুদ্ধে, হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে তাঁদের। 

    ইতিমধ্যে, তিন দিনে পড়েছে চাকরি প্রার্থীদের আমরন আনশন। রাস্তার ওপর, এপিসি ভবন চত্বরে শুয়ে বসে পড়েছেন তাঁরা। তাঁদের এই আমরন অনশনের সিদ্ধান্তে শিউরে উঠেছেন, ছাত্র/ছাত্রী, শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষাবিদরা। 

    এপিসি ভবন-এর সামনে অবস্থান বিক্ষোভ থেকে অনড় চাকরি প্রার্থীরা। আজ চাকরি প্রার্থীদের বিক্ষোভের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছিল পর্ষদ। কিন্তু হাই কোর্টের নির্দেশে মুখ পুড়ল পর্ষদের। হাই কোর্ট খারিজ করে দিয়েছে পর্ষদের আইনজীবীর দ্রুত শুনানির আবেদন। হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর আবেদন খারিজ করেছেন বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এত দ্রুত শুনানির কী প্রয়োজন? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কী অসুবিধা হবে?’ 

    সুত্রের খবর, পর্ষদ অভিযোগ করেছিল যে, আন্দোলনকারীরা তাঁদের আন্দোলন এতই তীব্র করেছে, অফিসে প্রবেশ করতে পারছেন না প্রাথমিক শিক্ষাপর্ষদের কর্মীরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment