Sasraya News

Thursday, February 13, 2025

Team India T20 WC 2024 Secured : টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা, প্রথম একাদশে নেই রিঙ্কু, শুভমন…

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রোহিত শর্মাকে অধিনায়ক রেখে টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা (Team India T20 WC 2024 Secured) ভারতীয় বোর্ডের। বেশ ক’য়েক দিন ধরেই দল ঘোষণা নিয়ে জল্পনা চলছিল। একই সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞদের ভেতর কৌতুহল ছিল যে, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন! একবারও রোহিত শর্মার ওপরেই ভরশা রেখেছে বিসিসিআই। একই সঙ্গে রোহিতের ডেপুটি হিসেবে নির্বাচকমণ্ডলী হার্দিক পাণ্ডিয়াকে নির্বাচন করেছেন। তবে একাংশের ক্রিকেটারদের ভেতর ক্ষোভ যে, দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি রিঙ্কু শর্মা। তেমনি দলেই ঠাঁই পাননি মায়াঙ্ক যাদবও। ঋষভ পন্থকে নিয়ে একটা কানাঘুঁষো চলছিল। আইপিএল মরশুমে তার পারফরম্যান্স দেখে একপ্রকার অনেকেই ধরে নিয়েছিলেন, টি ২০ বিশ্বকাপে দলে ফিরছেন ঋষভ পন্থ। সেই কানাঘুঁষোই ঠিক হল, উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে ফিরেছেন ঋষভ। একই সঙ্গে আরও এক উইকেট কিপার দলে জায়গা পেয়েছেন, সঞ্জু স্যামসন। এবার এই তরুণ উইকেট কিপার ও ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। জাতীয় দলে ফিরেছেন যুবেন্দ্র চাহাল। দলে জায়গা পেলেও শুভমন গিল স্ট্যান্ডবাই। প্রথম একাদশে জায়গা মেলেনি। একই সঙ্গে চারজন স্পিনার জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Heat Wave : তাপপ্রবাহে নাভিশ্বাস বঙ্গবাসীর, তবে বৃষ্টির আশ্বাস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment