



নতুন নেতা পেল টিম ইন্ডিয়া
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ (Icc ODI Men’s Cricket World Cup 2023 India) চলাকালীনই প্রশ্ন উঠতে শুরু করেছিল! প্রশ্ন ছিল, বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়া সিরিজে (Australia Series) কে নেতৃত্ব দেবে টিম ইন্ডিয়াকে (Team India) তখন থেকেই শুরু হয়ে যায় অস্ট্রেলিয়ার (Against Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) নেতা (Captain) খোঁজার কাজ! অবশেষে সেই সন্ধিক্ষণ এল। অজিদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (SuriyaKumar Yadav) আইসিসি-এর (Icc T20) টি-টোয়েন্টি ব্যাটার তালিকায় শীর্ষে সূর্যকুমার। কিন্তু বিশ্বকাপে তাঁর প্রথম একাদশে খেলা নিয়ে প্রশ্ন ওঠে! তবে শেষ পর্যন্ত খেলেন সূর্যকুমার। তবে বিশেষ রান করতে পারেননি। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই যদি ভারতীয় ক্রিকেট দলের এই তরুণ ক্যাপ্টেন মাত্র ১৫৯ রান করতে পারেন তাহলে তাহলে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড তাঁর কাছে চলে যাবে। সুতরাং অজিদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছে সূর্যকুমার যাদবকে। তবে দেখার, বিশ্বকাপে ১৯ নভেম্বর দেশের মাটিতে অজিদের কাছে পরাজয়ের পরে ভারতীয় টিম কতটা নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্যাট কামিন্সদের (P. Cummins) ওপর।
ছবি : সংগৃহীত
