



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মেলবোর্ন : টি ২০ দলে ঠাঁই হল না অজি (Team Australia, T 20 WC 2024) তারকার। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার চলতি আইপিএল দুরন্ত পারফরম্যান্স করেছেন। তবুও জেক ফ্রেজার ম্যাকগার্ক আসন্ন টি ২০ বিশ্বকাপে দলে জায়গা পাননি। শুধু ম্যাকগ্রার্কই নন, আসন্ন টি ২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা পাননি প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথও। দলে জায়গা পাননি অলরাউন্ডার ম্যাট শার্ট, পেসার জেসন বেহেরন ডর্ফ। মিচেল মার্শকে নেতৃত্বে রেখে অজিদের ঘোষিত দলে জায়গা পান টিম ডেভিড, মার্কস স্টোয়নিস, গ্রেন ম্যাক্সওয়েল। এঁরা সবাই নিয়মিত আইপিএল খেলেন। অস্ট্রেলিয়ান দলের নির্বাচক প্রধান জর্জ বেইলির কথায়, “দলে আগারকে ফিরিয়ে ভাল লাগছে। চোটের কারণে অনেক দিন খেলতে পারেনি। আশা করি আগার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভরসা রয়েছে স্টোয়নিস, ম্যাক্সওয়েল, গ্রিন এবং মার্শের উপরেও। ব্যাটিং বিভাগ বেছে নেওয়া হবে প্রতিপক্ষ এবং মাঠের কথা মাথায় রেখে।” তিনি আরও বলেন, “এই দলে বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটার রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠের চরিত্র এবং বিপক্ষ দলগুলির কথা ভেবে এই দল বেছে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অজিদের টি২০ বিশ্বকাপ স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যাশটন আগার, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। ছবি : সংগৃহীত
আরও খবর : Team India T20 WC 2024 Secured : টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা, প্রথম একাদশে নেই রিঙ্কু, শুভমন…
