Sasraya News

Tamilnadu : চাকরি-প্রতারণায় গ্রেফতার ১

Listen

সাশ্রয় নিউজ ★ তামিলনাড়ু : এক চাকরি-প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শিবারাজন। তাঁর বিরুদ্ধে ক’য়েকজন ব্যক্তি অভিযোগ করেন, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁদের থেকে ওই ব্যক্তি কোটি টাকা তোলেন। তাঁরা ২০ জন পাঁচ লক্ষ টাকা করে জমা দেন। কিন্তু শিবারাজনের কাছে চাকরির কোনও আশার আলো না দেখতে পাওয়ায় তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তামিলনাড়ু পুলিশ অভিযোগের ভিত্তিতে, শিবারাজনকে গ্রেফতার করেছ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি একটি ট্রাভেল এজেন্সী চালান। তিনি কানাডায় চাকরির পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দিতেন। সেই বিজ্ঞাপনের জালে পড়ে প্রতারণার শিকার জন ওই ২০ জন চাকরিপ্রার্থী। -প্রতীকী ছবি 

আরও খবর : Farmers Protest : কৃষকদের বিক্ষোভ থামাতে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read