Sasraya News

Saturday, June 14, 2025

T20 World Cup 2022 : ভারতের পাকিস্তান বধ 

Listen

ভারতের পাকিস্তান বধ 

সাশ্রয় নিউজ ★ মেলবোর্ন : অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাটিতে পাকিস্তানকে হারাল ভারত। আজকে সারাদিন ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিকে নজর ছিল। খেলার শুরুতে ভারতীয় বোলাররা পাকিস্তানকে ২০ ওভারে উইকেটে ১৫৯-এর মাথায় গুটিয়ে দেয়। অশ্বদীপ কুমার ও হার্দিক পাণ্ডিয়া ৩ টি করে উইকেট নিয়েছেন। এছাড়াও ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামী ১ টি করে উইকেট নিয়েছেন।

আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিরাট কোহলির ৫৩ বল খেলে ৮২ রান। বিরাট ব্যাটে ৮২ রান করে দলকে যেমন জয়ের রাস্তা সুগম করেছেন এটা ঠিকই, কিন্তু সমালোচকদের বাক্যবাণকে কঠোর জবাব দিয়েছেন বলে মনে করছেন বিরাট ভক্তরা।

এছাড়াও ব্যাটে ও বলে চমক দেখিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। প্রথমেই ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপের মুখে ফেলেন যেমন তেমনি পাণ্ডিয়ার ৪০ রান ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দেয়।

আজকের ভারত ও পাকিস্তান ম্যাচের আরেকজন নায়ক অশ্বদ্বীপ সিং। অশ্বদীপের ৩ উইকেট ভারতকে পোক্ত জায়গায় নিয়ে গেল। এই ম্যাচে তেমন দাগ রাখতে পারলেন না আর. আশ্বিন ও অক্ষর প্যাটেল। ভারতীয় দর্শক ও ক্রিকেট সমালোচকদের দৃষ্টি দিল, এই দুই ভারতীয় বোলারের দিকে।

কিন্তু আজকে অস্ট্রেলিয়ার মাটিতে টি 20 ওয়ার্ল্ডকাপের এই ম্যাচে ভারতীয় দলের বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং সবমিলিয়ে পাকিস্তান দলকে চাপে রাখল। আর ম্যাচের ফোকাস ঘুরিয়ে দিলেন বিরাট কোহলি। ৮২ রানের একটি পাহাড় গড়ে কোহলি সমালোচকদের বুঝিয়ে দিলেন, ভারতীয় দলকে তাঁর এখনও অনেক ভালো কিছু দেওয়া বাকি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read