Sasraya News

Wednesday, June 18, 2025

Swami Prabhanandaji Maharaj : প্রয়াত স্বামী প্রভানন্দজী মহারাজ

Listen

প্রয়াত স্বামী প্রভানন্দজী মহারাজ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হয়েছেন স্বামী প্রভানন্দজী মহারাজ। তিনি বরুণ মহারাজ নামে সকলের কাছে খ্যাত ছিলেন। গতকাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯১ বছর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়-এ প্রধান শিক্ষিকের কাজ দিয়ে কর্ম জীবন শুরু করেন বরুণ মহারাজ। শেষ জীবনে রামকৃষ্ণ মিশন ও মঠ-এর সহ-অধ্যাক্ষ পদে থাকাকালীন তিনি রামকৃষ্ণ লোকে পাড়ি দেন। রেখে গেলেন অজস্র গুণমুগ্ধ। আজ রাত্রি ৯ টায় বেলুড় মঠে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment