



সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজনৈতিক সাক্ষাৎ নয়। প্রোটোকল মেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে সুর চড়িয়েছেন বিজেপি’র বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সাক্ষাৎ করতে যাওয়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ ভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন। কিন্তু এসব করে কোনও লাভ হবে না।” উল্লেখ্য যে, বিজেপি সূত্রে জানা যায়, এদিন রাজ্য বিজেপি’র কোনও নেতৃত্বের সঙ্গে বৈঠক নেই প্রধানমন্ত্রীর। আগামীকাল কৃষ্ণনগরে দলীয় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি দিল্লি ফিরবেন বলে উল্লেখ। -সংগৃহীত ছবি
