



সাশ্রয় নিউজ ★ন্যাজট : ব্রিগেড সভা থেকে রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় এজেন্সীকে বাক্যবাণে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে প্রার্থীদের নিয়ে মঞ্চের সামনে মঞ্চেও হাঁটতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে। সেইদিনই ন্যাজটে সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)। ওই সভা থেকে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্দেশ্যে টিপ্পনী কাটেন, ‘শাহজাহানের মাসি’ বলে। শুভেন্দু অধিকারী বলেন, ‘শাহজাহানের মাসি। আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন দু’ভাই সুকান্ত মজুমদার ও শুভেন্দু আপনাকে তাড়া করবে।’ একই সঙ্গে বিধানসভার বিরোধী দল নেতা বলেন, ‘পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো?’ অন্যদিকে ব্রিগেড গর্জন সভাকে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার রবিবার তাঁর বক্তব্যে বলেন, ‘মঞ্চের ওপরে সব চোরেরা বসে আছে, যত চোর। মাঠের ভেতর র্যাম্প বানিয়েছে। র্যাম্প মানে যেখানে ফ্যাশন শো হয়… মঞ্চের ওপরে এত চোর একসাথে পৃথিবীর কোথাও দেখা যায় না, বিরল দৃশ্য।’ অন্যদিকে বামেরা, ফের তোপ দেগেছে যে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি এসেছে। –ফাইল চিত্র
আরও খবর : Arjun Singh : ‘নির্দল হয়ে আমি দাঁড়াব না’ : অর্জুন সিং
