



অব্যাহত ধর্না, শুভেন্দুর প্রশ্ন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল রবীন্দ্র সদন চত্বর থেকে মিছিল করে রাজ ভবনের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ ভবনে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ। তিনি উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। ওদিকে তাঁর উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল বিক্ষোভের মুখে পড়েন। ১০০ দিনের টাকা আদায়ের দাবীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে চলা রাজ ভবন চত্বরে ধর্না মঞ্চে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে। এদিকে, বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যাণ্ডলে প্রশ্ন তোলেন, ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ধর্না? উল্লেখ্য যে, গতকাল থেকে রাজভবন চত্বরে অবস্থান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব।
-ফাইল চিত্র
