Sasraya News

Supreme Court : নবম দশম ও গ্রুপ-সি শূন্যপদ নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Listen

নবম দশম ও গ্রুপ-সি শূন্যপদ নিয়োগে অন্তর্বর্তী স্থগাতাদেশ সুপ্রিম কোর্টের

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : নবম দশম ও গ্রুপ-সি শূন্যপদ নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশুশেখর ধুলিয়া-এর বেঞ্চ এই নির্দেশ দেন। উল্লেখ যে, এক সপ্তাহের জন্য সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ জারি করে। এক্ষেত্রে নবম দশম ও গ্রুপ-সি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের দিকে তাকিয়ে চাকরিবপ্রার্থীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read