Sasraya News

Sunjay Kapoor Death : পোলো মাঠেই থেমে গেল জীবন, করিশ্মা কাপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের রহস্যময় বার্তা ঘিরে চাঞ্চল্য

Listen

সাশ্রয় নিউজ ★ লন্ডন : লন্ডনের সবুজ ঘাসে ঘোড়ার পিঠে ছুটছিলেন তিনি। পোলো খেলায় ছিলেন মগ্ন। হঠাৎই থেমে গেল সবকিছু। ৫৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল করিশ্মা কপূরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের (Sunjay Kapoor)। তাঁর প্রিয় খেলা ছিল পোলো, ঠিক সেখানেই এসে মৃত্যু করে গেল শেষ গোল।

তাঁর প্রয়াণে গভীর শোকস্তব্ধ কপূর পরিবার। করিশ্মার বোন করিনা কপূর খান (Kareena Kapoor Khan) সইফ আলি খান (Saif Ali Khan)-কে নিয়ে ছুটে যান দিদির বাড়িতে। পাশে রয়েছেন বহু দিনের বান্ধবী মালাইকা অরোরা (Malaika Arora) ও অমৃতা অরোরা (Amrita Arora)। বলিউড পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া।

তবে শুধু মৃত্যুই নয়, নতুন করে আলোচনায় এসেছে সঞ্জয়ের চার দিন আগের একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট। ওই পোস্ট ঘিরেই উঠছে প্রশ্ন! এই কি ছিল বিদায়ের ইঙ্গিত? গত সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সঞ্জয় লিখেছিলেন, “এই পৃথিবীতে আমাদের সময় সীমিত। কী হলে কী হত, এই ‘যদি’র চিন্তা দার্শনিকদের জন্য ছেড়ে দিন। বরং ভাবুন, যা হবার তা আপনি কেন করবেন না!”
এই কথাগুলো পড়ে অনেকেই ভাবছেন, সেই সময়ই কি সঞ্জয় নিজের অন্তিম পরিণতি আঁচ করেছিলেন?

প্রসঙ্গত, মৃত্যুর মাত্র ৭ ঘণ্টা আগে তিনি এক্স হ্যান্ডেলে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে লিখেছিলেন, “আমার হৃদয় সেই পরিবারগুলোর সঙ্গে যাদের প্রিয়জনরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এমন খবর মন খারাপ করে দেয়।”
ঠিক তার পরপরই তাঁর নিজের মৃত্যু। সময়ের এমন নির্মম সমাপতনে স্তব্ধ নেটদুনিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জয় কপূরের মৃত্যু হয় পোলো ম্যাচ চলাকালীন। ঘোড়ায় চড়তে চড়তেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার সময়ই মেলেনি। পরিবার সূত্রে খবর, তিনি সম্পূর্ণ ফিট ছিলেন। আগেও এই ধরনের কোনও অসুস্থতার নজির ছিল না। ফলে হঠাৎ এমন মৃত্যুতে স্তব্ধ তাঁর ঘনিষ্ঠরাও। উল্লেখ্য যে, সঞ্জয় পেশায় সফল ব্যবসায়ী ছিলেন। সমাজমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন, নানা বিষয় নিয়ে মত প্রকাশ করতেন। তাঁর বন্ধু, ঘনিষ্ঠ এবং পরিচিত মহলের বক্তব্য, সম্প্রতি জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে একরকম পরিবর্তন এসেছিল। হয়ত সেই দৃষ্টিভঙ্গিই উঠে এসেছিল তাঁর শেষ পোস্টে!

এরই ভেতরে আবার সামনে উঠে এসেছে তাঁর ও করিশ্মার বিবাহবিচ্ছেদের পুরনো স্মৃতি। এক সময়ের গ্ল্যামার জুটির এই সম্পর্কের ভাঙন হয়েছিল বহুল চর্চিত অভিযোগের পর। করিশ্মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “বিয়ের পর থেকেই সঞ্জয় ও তাঁর পরিবার আমাকে মানসিকভাবে অত্যাচার করতেন। এমনকী মধুচন্দ্রিমায় সঞ্জয় তাঁর বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করার অশ্লীল প্রস্তাব দেন আমাকে।” অভিনেত্রীর অভিযোগ, “তিনি শুধু প্রস্তাবই দেননি, সেই বন্ধুর কাছে আমার মূল্যও ঠিক করেছিলেন। আমি তাতে রাজি না হওয়ায়, শুরু হয় শারীরিক নির্যাতন।” তাঁদের ওই বিবাহ বিচ্ছেদের নেপথ্যে আরও এক গুরুতর অভিযোগ ছিল করিশ্মার তরফে, “বিয়ের পরেও সঞ্জয় তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতেন। আমি প্রতিবাদ করলেই ভয়ঙ্কর অত্যাচার নেমে আসত আমার উপর।” সঞ্জয় ও করিশ্মার দুই সন্তান এক ছেলে এবং এক মেয়ে। তাঁরা বর্তমানে মায়ের কাছেই থাকে। ২০১৬ সালে করিশ্মার সঙ্গে আইনি বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পরে সঞ্জয় বিয়ে করেন মডেল প্রিয়া সচদেব (Priya Sachdev)-কে।

বলিউডে বহু সম্পর্ক যেমন আলোড়ন তোলে, তেমনই কিছু মৃত্যু দীর্ঘদিনের ক্ষত রেখে যায়। সঞ্জয় কপূরের হঠাৎ বিদায় এবং সেই সঙ্গে তাঁর শেষ বার্তা ঘিরে যেন জন্ম নিল আরও এক রহস্যের। এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, না কি কোথাও ছিল অন্তরের পূর্বাভাস? উত্তর হয়ত কোথাও হারিয়ে গেল সঞ্জয়ের সেই শেষ পোলো খেলায়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sunjay Kapoor Net Worth : সঞ্জয় কপূরের ১০,৩০০ কোটির সাম্রাজ্য: উত্তরাধিকারের প্রশ্নে আলোচনায় সামাইরা-কিয়ান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read