



সুকান্ত মজুমদারকে শিবপুর যেতে বাধা পুলিশের
সাশ্রয় নিউজ ★ হাওড়া : আজ হাওড়া শিবপুর যাওয়ার পথে পুলিশ বাধা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হয় সুকান্তর। পুলিশকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘পুলিশের সামনেই মন্ত্রী অরূপ রায় ১৪৪ ধারা ভেঙে এলাকায় এসেছেন। সেই সময়ট পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অথচ আমাদের এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন?’ সুকান্ত আরও প্রশ্ন করেন পুলিশকে, ‘এর আগে ১৪৪ ধারা ভঙ্গের জন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?’
উল্লেখ্য যে, হাওড়ার ঘটনার তদন্তভার নিয়েছেন সি আই ডি। সি আই ডি আধিকারিকরা শনিবার খতিয়ে দেখেন এলাকা। পাড়ায় পাড়ায় স্টিল ও ভিডিও করা হয়। ড্রোনের মাধ্যমেও এলাকা পরিদর্শন হয় বলে উল্লেখ। সিআইডি আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের বাড়ি ও দোকানপাটও ঘুরে দেখন বলে সূত্রের খবর।
