



সাশ্রয় নিউজ ★ কলকাতা : সন্দশখালিকাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে বিজেপি কর্মী সমর্থকদেরও। উওর চব্বিশ পরগণা জেলার বসিরহাট পুলিশ সুপারের অফিসের সামনে ধরণা দেন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার পুলিশ সুকান্ত মজুমদার বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করে। ওইদিনই রাতে তাঁরা ছাড়াও পান। ছাড়া পেয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ,”সন্দেশখালিতে তৃণমূল কর্মীরা মহিলাদের দীর্ঘদিন ধরে ধর্ষণ করছে। শেখ শাহাজাহান, শিবু হাজরা এবং উত্তম হালদার তাদের ধর্ষণ করেছে। আমরা এসপি করাছে এসেছি শান্তিপূর্ণভাবে তাদের গ্রেফতারির দাবি নিয়ে। যদি তাদের সন্দেশখালিতে গ্রেফতার না করা হয়। কেমনভাবে সন্দেশখালির মহিলারা ভরসা পাবে ?” প্রসঙ্গত, একই ইস্যুতে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি পালন করে বিজেপি। এবং পুলিশী বাধাদ মুখেও পড়তে হয় বলে উল্লেখ।
আরও পড়ুন : Happy Valentine’s Day 2024 : আজ ভ্যালেন্টাইন্স ডে
