Sasraya News

Saturday, February 8, 2025

Sukanta Majumdar : অবশেষে জামিন পেলেন সুকান্ত মজুমদার

Listen

সাশ্রয় নিউজ ★ সন্দেশখালি : সন্দেশখালি (Sandeshkhali) থানার সামনে ধর্না দিচ্ছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান চালান। সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এভাবে ধর্না দেওয়া যাবে না। বিজেপি সূত্রে খবর যে, এরপরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী-সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ। এবং সূত্রের এ-ও খবর, পুলিশ ও বিজেপি কর্মীদের ভেতর ধস্তাধস্তিও হয়। ওইসময় সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘দেখুন কীভাবে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কীভাবে গ্রেফতার করছে দেখুন।’ পরে বিজেপি সূত্রে জানা যায়, সুকান্ত বাবুকে বোর্টে তোলা হয়। এবং বেলবণ্ডে সই করে তাঁকে জামিন দেওয়া হয়। উল্লেখ্য যে, শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতারের দাবিতে সন্দেশখালি থানার বাইরে ধর্না দিচ্ছিলেন সুকান্ত মজুমদার। এবং বিজেপি কর্মী-সমর্থকরা। -সংগৃহীত ছবি 

আরও খবর : Purbasthali : আধার বাতিলের চিঠি পেলেন এক অসুস্থ বৃদ্ধ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment