Sasraya News

Sujoykrishna Bhadra : সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের সিবিআই-এর তলব

Listen

সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের সিবিআই-এর তলব

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের সিবিআই-এর তলব। নিয়োগ দুর্নীতি মামলায় গতকালকেই নোটিস পাঠান সিবিআই। নিয়োগ দূর্নীতিকাণ্ডে আরও দুই অভিযুক্ত তাপস মণ্ডল ও গোপাল দলপতি ‘কালীঘাটের কাকু’ -এর নাম করে ছিলেন। আগামী সোমবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাট-এর কাকুকে ফের সিবিআই তলব করেছে। আগামী সোমবার সকাল ১০ টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে সিবিআই-এর নির্দেশ। সিবিআই বিশেষ সূত্রে খবর, ওই দিন তাঁর স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক  অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথিও সঙ্গে নিয়ে আসার নির্দেশ সিবিআই-এর। গত বুধবারই সুজয় বাবুকে প্রায় আড়াইঘন্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই বিশেষ সূত্রে খবর যে, ওইদিন রেকর্ড করা হয় তাঁর বয়ানও।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read