



হেমতাবাদ থানার শৌচাগারে গলায় ফাঁস নাবালিকার
সাশ্রয় নিউজ ★ রায়গঞ্জ : হেমতাবাদে থানার শৌচাগারে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছেন একজন নাবালিকা। নাবালিকার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানায়।
পুলিশ সূত্রে খবর খবর, মাধবপুরের এক নাবালকের বছর দুই থেকে প্রেমের সম্পর্ক ছিল। নাবালিকা মাধবপুরে নাবালক প্রেমিকের বাড়ির সামনে আচমকাই ধর্নায় বসে বলে জানা যায়। হেমতাবাদ থানা ঘটনার খবর পেয়ে নাবালিকাকে প্রেমিকের বাড়ির সামনে থেকে থানায় নিয়ে আসে। থানায় এসে নাবালিকা কিছুক্ষণের ভেতরেই শৌচকর্মের জন্য শৌচাগারের যায়। দীর্ঘক্ষণ শৌচাগারের দরজা না খোলায় চিন্তায় পড়ে যান। কিছুক্ষণ পরে তাঁরা একটা শব্দ পান। দ্রুত পুলিশকর্মীরা শৌচাগারের দরজা ভেঙে শৌচাগারে গলায় ওড়নার ফাঁস জড়ানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশকর্মীরা। আত্মহত্যার চেষ্টা করা নাবালিকাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ।
স্থানীয় হাসপাতাল তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রান্সফার করে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে তাঁর। উত্তর দিনাজপুরের এস পি জানিয়েছেন, সমস্ত ঘটনা পুঙখানুপুণখু চদন্ত চলছে। মৃতার পরিবার নাবালিকার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে পুলিশসূত্রে খবর।
-প্রতীকী ছবি
