



সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায় প্রয়াত
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : প্রয়াত হলেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায় (Subrata Roy, Founder Sahara Group)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যাণ্ড রিসার্চ ইনস্টিটিউট (Kokilaben Dhirubhai Ambani Hospital And Research Institute) -এ ভর্তি করা হয়। তাঁর মৃত্যু সম্পর্কে সাহারা ইণ্ডিয়া (Sahara India) একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে উল্লেখ, শ্রী রায় মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি, ডায়াবেটিস, ও হাইপার টেনশনে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় অকস্মাৎ কার্ডিয়াক অ্যারেস্টে (Massive Cardiac Arrest) মৃত্যু হয় তাঁর।
সাহারা ইণ্ডিয়া গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে জানানো হয় যে, ‘তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হল সাহারা পরিবারের। তাঁর অনুপস্থি গভীরভাবে অনুভব করবে সাহারা ইণ্ডিয়া পরিবার। তিনি সকলের জন্য ছিলেন একজন শক্তিমান পথপ্রদর্শক, পরামর্শ দাতা, ও অঅনুপ্রেরণার উৎস।’
১৯৪৮ সালে ১০ জুন বিহারে জন্মগ্রহণ করেন সুব্রত রায়। গোরখপুর গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে লাভ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। তারপর গোরখপুরে শুরু করেন ব্যবসা। এরপর দায়িত্ব নেন সাহারা ফাইন্যান্স-এর। ১৯৭৮ সালে সাহারা ফাইন্যান্স বর্ধিত হয় সাহারা ইণ্ডিয়া পরিবারে। ১৯৯২ সালে প্রকাশ করেন ‘রাষ্ট্রীয় সাহারা ‘ নামে একটি হিন্দি সংবাদপত্র। তাঁদের ইলেকট্রনিক মিডিয়া সাহারা ওয়ান।
ছবি : সংগৃহীত
