



নাবালক ছাত্রের সঙ্গে শিক্ষিকার সম্পর্ক, আত্মহত্যা ছাত্রের
সাশ্রয় নিউজ : একজন নাবালক ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের অম্বত্তুরে। নাবালক তাঁর শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়। শিক্ষিকা অম্বত্তুর হাই স্কুলে চাকরি করেন। ক্লাস টেন-এ পড়াকালীন সময় থেকে নাবালক ওই শিক্ষিকার কাছে পড়তে যেতেন। প্রায় নিয়মিতই সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই নাবালক আত্মহত্যা করে। তাঁর মা পুলিশকে জানিয়েছিলেন,’ছেলেরা মৃত্যুর পেছনে কোনও গভীর কারণ আছে!’ পুলিশ তদন্তে নামে। নাবালকের মোবাইল থেকে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পায় পুলিশ। সেই সুত্র ধরে আম্বাত্তুরের সেই শিক্ষিকা আটক করে। আম্বাত্তুর থানার এক ইনস্পেকটর জানান, ‘শিক্ষিকা ছাত্রের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে যান। ছাত্রটি শিক্ষিকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন। এই ঘটনার পরে নাবালক ছাত্রটি বিষন্নতায় ভুগতে থাকেন।’ ১৭ বছরের নাবালক ছাত্র তাঁর শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষন্নতার জন্যই আত্মহত্যা করেছেন বলে খবরে প্রকাশ। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ।
