Sasraya News

Wednesday, April 23, 2025

Strike : বুধবার বারো ঘণ্টা বাংলা বনধের ডাক দিল বিজেপি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ছাত্র সমাজের ওপর পুলিশী অত্যাচার, ধরপাকড় ও আরজি করের ঘটনাকে সামনে রেখে বনধ ডাকে বিজেপি। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক সম্মেলন করে বুধবার বনধের কথা ঘোষণা করেন। বিজেপির রাজ্য সভাপতি এদিন সংবাদমাধ্যমকে বলেন,  “পুলিশ কেন শান্তিপূর্ণ, নিরস্ত্র মানুষের উপর লাঠিচার্জ করল? কেন মহিলাদের মারা হল? কেমিক্যাল মেশানো জল দিয়ে স্প্রে করা হয়েছে। বাংলায় জন্ম নিয়ে কি ছাত্র- ছাত্রীরা অপরাধ করেছে? পুলিশ মদ্যপ অবস্থায় এক মহিলার মাথায় লাঠির আঘাত করছে।”

অপর এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ওই বনধের বিরোধীতা করেন বলে উল্লেখ। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে আগামিকালের বনধ সমর্থন করা হবে না। সকলকে অনুরোধ বনধ মেনে নেবেন না।” চন্দ্রিমা অধিকারী সাংবাদিক বৈঠকে বনধের বিরোধিতা করে বলেন,  “বনধের প্রভাব পড়বে না জনজীবনে। রাস্তায় বাস-গাড়ি অন্যদিনের মতোই থাকবে। বাংলার মানুষ এই বনধকে সমর্থন করবেন না। রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না।” অন্যদিকে বনধ সর্বাত্মক হবে বলে উল্লেখ বিজপি সূত্রের।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Nabanna Abhiyan : নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment