Sasraya News

Thursday, June 19, 2025

STF : বিহার পুলিশকে সঙ্গে নিয়ে বিহারে হানা দিল রাজ্য পুলিশের STF

Listen

বিহার পুলিশকে সঙ্গে নিয়ে বিহারে হানা দিল রাজ্য পুলিশের STF

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কোথায় থেকে আসছে সেইসব অস্ত্র? নড়ে বসেন প্রশাসন। গোপনসূত্রে খবর পেয়ে, রাজ্য পুলিশের STF ও বিহার পুলিশ যৌথভাবে অভিযান চালায় বাংলা-বিহার সীমান্ত জেলা কাঠিহারে। শুক্রবার কাটিহারের আমদাবাদ এলাকায় অভিযানে। একটি বাড়িতে বে-আইনি অস্ত্র কারখানা চালাতেন নারু কর্মকার নামে একব্যক্তি। নারুর বাড়ি থেকে বিহার পুলিশ ও রাজ্য পুলিশের STM উদ্ধার করে দু’টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জম, দু’টি অসম্পূর্ণ ব্যারেল, একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। পলাতক বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment