



বাস থেকে অস্ত্র সহ ধৃত দুইজন
ডানকুনি : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। গত শনিবার রাতে ডানকুনি থানার সঙ্গে যৌথভাবে একটি বাসে অভিযান চালিয়ে এসটিএফ উদ্ধার করেছে ৬টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রের খবর, গোপনসূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা ডানিকুনিতে মুর্শিদাবাদগামী একটি বাসে অভিযান চালান। অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে ধরা পড়েছেন, দু’জন অস্ত্রপাচারকারী। তাঁদের বাড়ি, মুর্শিদাবাদের ডোমকলে। ধৃতদের নাম মিনারুল শেখ ও মাশাদুল মণ্ডল। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতরা বিহারের পাটনা থেকে মুর্শিদাবাদে অস্ত্র নিয়ে যাচ্ছিল। তাঁরা কাদের এইসব অস্ত্র পৌঁছে দিত, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কেনা-বেচার ধারায় মামলা রুজু হয়েছে।
