Starlink India Launch: রকেটের গতিতে ইন্টারনেট পরিষেবা, কত খরচ পড়বে ভারতে?

SHARE:

বিনীত শর্মা, সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি: অবশেষে সব জট কাটল। ভারতের (India) আকাশে এবার ভেসে উঠছে ইলন মাস্কের (Elon Musk) স্বপ্নের প্রকল্প স্টারলিঙ্ক (Starlink)। বহু প্রতীক্ষার পর মিলল সবুজ সঙ্কেত। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACe) স্টারলিঙ্ককে ভারতের বাজারে পরিষেবা দেওয়ার পূর্ণাঙ্গ অনুমতি দিয়েছে। এর ফলে ওয়ানওয়েব (OneWeb) এবং রিলায়েন্স জিও স্যাটকম (Reliance Jio Satcom)-এর পর স্টারলিঙ্ক হবে দেশের তৃতীয় স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট প্রদানকারী সংস্থা।

দীর্ঘদিন ধরেই এই পরিষেবা চালুর পরিকল্পনা থাকলেও, নীতি ও ছাড়পত্রের জটিলতা কাজকে এগোতে দিচ্ছিল না। গত মাসেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) অনুমোদন মিলেছিল। কিন্তু ভারতের মহাকাশ নিয়ামক সংস্থার (IN-SPACe) অনুমতি বাকি ছিল। বুধবার সেই ছাড়পত্রও মেলায়, শুরু হয়ে গিয়েছে পরিকাঠামো নির্মাণের তোড়জোড়। সংস্থার এক কর্তার কথায়, “আমরা সরকারের সব নীতিগত অনুমতি পেয়েছি। খুব শীঘ্রই পরবর্তী ধাপ শুরু হবে।” উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু আছে। সংস্থার দাবি, দূরবর্তী অঞ্চলে দ্রুতগতির ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা সব থেকে দক্ষ। বিশেষত পাহাড়ি এলাকা, প্রত্যন্ত গ্রাম, যেখানে অপটিক ফাইবার পৌঁছানো কঠিন, সেখানে স্টারলিঙ্ক কার্যত বিপ্লব ঘটাতে পারে। ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা ও প্রশাসনে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত পরিষেবা শুরুর নির্দিষ্ট দিন ঘোষণা করেনি ইলন মাস্কের সংস্থা। অনুমান করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যেই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখবে স্টারলিঙ্ক। সূত্রের খবর, এই সময়ে সংস্থা স্পেকট্রাম কিনবে এবং প্রয়োজনীয় প্রযুক্তি স্থাপন করবে। এরপর শুরু হবে গ্রাহকদের জন্য সংযোগ পরিষেবা।

কত খরচ পড়বে?

প্রাথমিকভাবে খরচ কিছুটা বেশি হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে স্টারলিঙ্কের মাসিক খরচ ৩,০০০ টাকা হতে পারে। তবে একবারের জন্য গ্রাহকদের কিনতে হবে হার্ডওয়্যার কিট, যাতে থাকবে স্যাটেলাইট ডিশ ও ওয়াইফাই রাউটার। এই কিটের সম্ভাব্য দাম হতে পারে ৩৩,০০০ টাকা। অর্থাৎ প্রথম বছরের খরচ দাঁড়াতে পারে প্রায় ৬৯,০০০ টাকার আশেপাশে।

স্টারলিঙ্কের একজন আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক খরচ তুলনামূলকভাবে বেশি হলেও, পরিষেবার গুণমান ও স্পিডের কারণে গ্রাহকরা সন্তুষ্ট হবেন। ভবিষ্যতে আমরা খরচ কমানোর দিকেও নজর রাখব।” বর্তমানে স্টারলিঙ্কের স্পিড ৫০ এমবিপিএস (Mbps) থেকে ২০০ এমবিপিএস পর্যন্ত হতে পারে। ভারতে এর স্পিড ঠিক কত হবে, তা পরিষেবা শুরুর পরই বোঝা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India) প্রকল্পের সঙ্গে স্টারলিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ এখনও দেশের বহু গ্রামে ইন্টারনেট পরিষেবা নেই, অথবা গতি অত্যন্ত কম। স্টারলিঙ্ক সেই ব্যবধান অনেকটাই মেটাবে। তবে চূড়ান্ত মূল্য ও স্পিড প্রতিযোগী সংস্থাগুলির তুলনায় কতটা আকর্ষণীয় হয়, তার উপরই নির্ভর করবে ভারতের বাজারে স্টারলিঙ্কের সাফল্য।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk Epstein file leak | ‘ট্রাম্পকে বিশ্বাস করবেন কীভাবে?’ এপস্টিন ফাইল নিয়ে তোপ মাস্কের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন