



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সুপ্রিম কোর্টে বুধবার রাজ্যে সরকারের পক্ষ থেকে SLP করা হয় বলে উল্লেখ। এই মামলার দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অথবা অন্য কোনও বেঞ্চে বৃহস্পতিবার আবেদন করা হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে কলকাতা হাইকোর্ট গত সোমবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ১৫ দিনের ভেতরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। হাই কোর্টের রায়ে ক্ষুদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে জানান, কেউ না থাকলেও তিনি তাঁদের পাশে আছেন। এবং মুখ্যমন্ত্রী বিজেপির দিকে আঙুল তুলে ওই রায় সম্পর্কে অভিযোগ তোলেন, বিজেপির নির্দেশেই রায় আদালতের। তবে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিক্ষক ও শিক্ষাক্রম এই অবস্থার জন্য রাজ্য সরকারকেই দায়ী করে। অন্যদিকে চাকরিহারাদের একটি অংশ প্রশ্ন তোলেন, যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেন ভুক্তভোগী হবেন? ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aliaa Bhatt Ranbir Kapoor Anniversary : দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে চমকে দিলেন আলিয়া
