



সিবিআইকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিবিআইকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় বলেন, ওওমআর শিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন?’ বিচারপতি এবিষয়ে স্পষ্ট বলেন, ‘সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে, জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি।’ উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল বন্দী মানিক ভট্টাচার্য। ওই মামলায় আজ বিচারপতি কড়া ভভর্ৎসনা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার তো মনে হয় মানিককে সিবিআই আধিকারিকরাই বুদ্ধি দিয়েছিলেন। মনে হয়, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরাই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে গ্রেফতার করব না বুদ্ধি দিয়েছিল সিবিআই আধিকারিকরাই’। বিচারপতি বলেন, আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে’। তবে সিবিআই-এর পক্ষ থেকে কোর্টে জানানো হয়, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর সিবিআইকে কড়াভাবে বিচারপতি জানান, ‘সিবিআই মানিককে গ্রেফতার করতে পারবে না, এই নির্দেশ প্রত্যাহারের আবেদন করেছেন? মানিক ভট্টাচার্য যদি সহযোগিতা না করেন তাহলে সুপ্রিম কোর্টে আগের রক্ষাকবচ প্রত্যাহারের জন্য আবেদন করছেন না কেন? ২০২২ সালে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে রক্ষা কবচ দিয়েছিল, এখন ২০২৩ সাল। একবছর হয়ে গিয়েছে, কেন সুপ্রিম কোর্টে আবেদন পত্র দাখিল করেননি?’
