Sasraya News

Wednesday, June 18, 2025

SSC : হবে অথচ হল না P-Test … গিমিক

Listen

হবে অথচ হল না পি-টেস্ট… গিমিক

সাশ্রয় নিউজ : এস এস সি পার্সোনালিটি টেস্টের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছিল ৩০ সেপ্টেম্বর, শুক্রবার। বিজ্ঞপ্তিতে ১৪.০৯.২০২২ থেকে ‘ইনটিমেশন লেটার’ ডাউনলোড করা যাবে বলে উল্লেখ ছিল। চাকরীপ্রার্থীরা বিষয়টি লক্ষ্য করে বিভ্রান্ত হন। এবিষয়ে আজ এসএসসি-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ভুল স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘আদালতের নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি বিজ্ঞপ্তি করতে গিয়েই ভুল হয়েছে। ওটা অবশ্যই ১৪ অক্টোবর হবে। আজ এনিয়ে সংশোধনী দেওয়া হবে। পুজোর ছুটিও পড়ে গিয়েছে কাল থেকেই। তবে ভুলটা দ্রুতই সংশোধন করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।”

বিশেষভাবে উল্লেখ্য, দেড় হাজারেরও বেশি চাকরি প্রার্থীকে ডেকেছে এস এস সি। কলকাতা হাই কোর্ট সম্প্রতি উচ্চপ্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে। হাই কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩০ সেপ্টেম্বর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment