



কলকাতা বিমানবন্দরে জরুরি অবতারণ স্পাইস জেট বিমানের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : জরুরি অবতারণ স্পাইস জেট বিমানের। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল। বিমানটির জানলার কাচে ফাটল দেখা দেওয়ায় বিমানটি অবতারণ করা হয় বলে বিমানবন্দর সূত্রে খবর। স্পাইস জেট বিমান কর্তৃপক্ষ এই কারণে বিমানটির উড়ান বাতিল করে দেন বলে উল্লেখ। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে ৬ জন বিমানকর্মী ও ১৭৬ জন যাত্রী ছিলেন। সকলেই সুস্থ আছেন। কারও কোনও ক্ষতি হয়নি বলে বিমান বন্দর সূত্রে উল্লেখ।
ছবি : প্রতীকী
