Sasraya News

South 24 Parganas : বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একজনের

Listen

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একজনের

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বানেশ্বর পুর-এ এক ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে অকাল প্রয়াত হন। মৃতের নাম শচীন নস্কর (৫৩)। বৃহস্পতিবার জয়নগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। স্থানীয় বাসিন্দারা জানান, জয়নগর থানার অন্তর্ভুক্ত বানেশ্বর পুরের বাসিন্দ শচীন নস্কর। তিনি স্থানীয় একটি শীতলা মন্দির-এ বাদ্যযন্ত্রতে বৈদ্যুতিন সংযোগ দিতে গিয়েই বিদ্যুৎপৃষ্ট হন। এবং তাঁর প্রয়াণ হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read