Sasraya News

Thursday, June 19, 2025

South 24 Parganas : ঘোড়াদল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

Listen

ঘোড়াদল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : মথুরাপুরের ঘোড়াদল বাজারে গত রাত্রি আড়াইটে নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দমকল সূত্রে খবর।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও গ্যাস সিলিণ্ডার ফেটে বেশ কিছু দোকানে আগুন বিচ্ছুরিত হয়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, ‘দমকল আসতে অনেকটা সময় ব্যয় করে। ফলত, আগুন আরও ছড়িয়ে যায়। সম্পূর্ণ পুড়ে যায় ছয়টি দোকান। প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় চারটি দমকলের চারটি ইঞ্জিন আগুন বাগে নিয়ে আসে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment